More

    বরগুনার আমতলীতে ৩ মাস ধরে নিখোঁজ প্রধান শিক্ষক, সাময়িক বরখাস্ত

    অবশ্যই পরুন

    প্রতিনিধি বরগুনা: বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক অফিসের অনুমতি ছাড়াই তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    এরপর প্রাথমিক শিক্ষা অফিস তার বেতন-ভাতা প্রদান বন্ধ করে দিয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অনুমতি ছাড়াই গত ১০ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

    পরে গত ৩০ আগস্ট ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে প্রধান শিক্ষক মো. আবুল কালাম অনুপস্থিতির বিষয়টি জানতে পান। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিস থেকে আবুল কালামের পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন কাউকে কিছু না বলে তিনি নিখোঁজ রয়েছে। অফিসে দেওয়া মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

    আবার কখনো কখনো রিং বাজলেও তিনি রিসিভ করছেন না। এভাবে বিনা অনুমতিতে নিখোঁজ থাকায় প্রাথমিক শিক্ষা অফিস আগস্ট মাস থেকে তার বেতন-ভাতা প্রদান প্রদান বন্ধ করে দেন।

    অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের মেয়ের জামাই মো. মিলন মিয়া বলেন, আমার শ্বশুর অনেক ঋণগ্রস্ত হয়ে পরেছেন। তাই দেনার দায়ে দেউলিয়া হওয়ায় ১০ আগস্ট মাস থেকে আকস্মিক কাউকে কিছু না জানিয়ে পলাতক জীবন-যাপন করছেন।

    ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান বলেন, বিনা অনুমতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ গত ১০ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন।

    এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম জানান, গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।

    তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...