More

    পাথরঘাটায় ইটবোঝাই টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরগুনার পাথরঘাটায় ইটবোঝাই টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাথরঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিক (৬৮) নিহত হয়েছেন।

    গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে বরগুনার পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত দেড়টার দিকে জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু হয়।

    দুর্ঘটনায় পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল (৪২) গুরুতর আহত হয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার। জাহাঙ্গীর আলম মল্লিকের ছোট ভাই খলিলুর রহমান মল্লিক জানান,

    রোববার পটুয়াখালী থেকে মোটরসাইকেলে পাথরঘাটায় আসছিলেন জাহাঙ্গীর আলম ও আমিন সোহেল। সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি ছিটকে পড়ে।

    পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে জাহাঙ্গীর আলম মল্লিক মারা যান।

    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘রোববার রাত দেড়টার দিকে ঢাকা নেওয়ার পথে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পেয়েছি।

    এর আগে ঘটনা শোনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। তবে যে গাড়ির জন্য ঘটনা ঘটেছে সেই গাড়িটি পাওয়া যায়নি।

    স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে টমটমচালককে শনাক্ত করতে কাজ চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...