More

    ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির নলছিটিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন । বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুরাদ আলী নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাসের সাথে বাকেরগঞ্জ থেকে আসা মাহেন্দ্র (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়।

    এসময় ঘটনাস্থলে দুইজন নিহত ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হন।

    নিহতরা হলেন,বরিশালের কাউনিয়া এলাকার খোকন খানের ছেলে মাহিন্দ্রা চালক জসিম খান,নলছিটি উপজেলার পূর্ব কামদেবপুর এলাকায় আজিজ খানের ছেলে রাজিব খান ও নলবুনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী খানম।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন,

    আহত ও নিহতদের মধ্যে যাদের বাড়ি নলছিটিতে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক আর্থিক সহয়তা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...