More

    বরগুনায় বসতঘর ভেঙে জমি দখল, জমির মালিক আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরগুনা সদর উপজেলায় শত বছরের ভোগদখলী জমিতে বসত ঘর ও ৬টি দোকান ঘর লুটপাট করে ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মো. সালাম ও ফাতিমা গং এর বিরুদ্ধে।

    শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পূর্ব গর্জন বুনিয়া বাজারে এমন চিত্র দেখা যায়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব গর্জন বুনিয়া গ্রামে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি দীর্ঘ বছরের এ ঝামেলা থেকে দুটি পরিবারই যেন মুক্তি পায়। স্থানীয় সূত্র ও দুই পক্ষের পরিবার জানিয়েছে, দীর্ঘ ২৫ বছর ধরে মামলা চলছে সোবহান বেপারী গং এর সাথে হানিফ গং এর।

    অনেকদিন ধরে হানিফ গং এর দখলে ছিল হঠাৎ করে সালাম গং এবং ফাতিমা গং জোরপূর্বক বসতঘর ভেঙে জমি দখল করে। স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিসি বৈঠক বসলেও দু’পক্ষের ক্রয়ে ও ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করে নিজেদের মধ্যে ঝামেলার আপসে মীমাংসা হয়নি। গত বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিকে মো. হানিফ এর বসত ঘর সহ ৬টি দোকান ঘর মো. সালাম ও ফাতিমা গং আদালতের রায় দেখিয়ে জোরপূর্বক দখলে নিয়ে যায়।

    এদিকে বসতঘর জমি দখলে নিয়ে মো. সালাম ও ফাতিমা গং পুলিশের হাতে তুলে দেন মো. হানিফ (৬০) বছরের বৃদ্ধ’কে। মো. হানিফ এর বৃদ্ধ স্ত্রী ছেলেমেয়ে নিয়ে পুলিশ ও প্রতিপক্ষের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। হানিফের স্ত্রী মোসা. হাওয়া বেগম বলেন, ‘আমাদের ক্রয় সূত্রে এই জমি ভোগদখল করে আসছি।

    হঠাৎ করে স্থানীয় প্রভাবশালী সালাম ও কালাম আমাদের থাকার ঘরসহ ৬ টি দোকানঘর ভেঙ্গে ও লুটপাট করে। আমাদের জমি ও দোকান জোর দখল করে উল্টো মিথ্যা অভিযোগ দিয়ে বাবুগঞ্জ ফারির ওসিকে টাকা দিয়ে আমার স্বামীকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গেছে।

    আমাদের সবকিছু নিঃস্ব হয়ে গেছে, ছেলেমেয়ে নিয়ে এলাকায় যেতে পারছিনা পুলিশ ও প্রতিপক্ষের ভয়ে। মামলা ও শালিসি বৈঠক চলমান থাকা অবস্থায় কিভাবে আমাদের মারধর করে সবকিছু দখল করে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে এর একটি সঠিক বিচার চাই।

    জমি দখলকারী সালাম ও ফাতিমা বলেন, এ জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে সালিশি বৈঠক চলে আসছে। আমাদের ওয়ারিশ সূত্রে জমিতে আদালতের রায় পেয়ে আমরা দখলে এসেছি। এ বিষয়ে বাবুগঞ্জ পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. লিটন বলেন, ‘সালাম ও ফাতিমা গং কোর্টের রায় নিয়ে তাদের জমি তারা নিজেরাই দখলে নেওয়ার সময় অন্য পক্ষ বাধা প্রধান করলে দু’জন আহত হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকেই আমি পুলিশ পাঠিয়ে ফারিতে নিয়ে আসি। পরবর্তীতে আহতদের পক্ষে হানিফের বিরুদ্ধে অভিযোগ দিলে তাকে বরগুনা সদর থানায় রেফার করা হয়েছে। এবং পরবর্তীতে জমির উপরে থাকা ঘরগুলো শালিসি বৈঠক চলমান থাকা অবস্থায় ভেঙ্গে নিয়ে গেছে এটা অপরাধ করেছে সালাম ও ফাতিমা গং।

    বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...