More

    বরিশাল ঝালকাঠি-১: ভোটের মাঠে শাহজাহান ওমরের পক্ষে নেই উপজেলা আওয়ামী লীগ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আসন্ন নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন রাজাপুর উপজেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ একাংশের নেতাকর্মীরা।

    বুধবার ২০ ডিসেম্বর এ সিদ্ধান্তের ছবির কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা যায়, শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও ১৮ ডিসেম্বর নৌকার পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে উপজেলা আওয়ামী লীগের নেতারা।

    এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রেজুলেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন শীর্ষ নেতার স্বাক্ষর রয়েছে।

    ওই রেজুলেশনে শাহজাহান ওমর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেনি উল্লেখ করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার কথা বলা হয়।

    বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করার কথাও উল্লেখ রয়েছে। এ বিষয়ে এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছেন।

    আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি এবং কোথাও ডাকেন না। এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...