More

    ঝালকাঠি-১: নৌকাকে সমর্থন দিয়ে সরে গেলেন মনির

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামীল লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে গিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুউজ্জামান মনির।

    মঙ্গলবার ২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

    সংবাদ সম্মেলনে মনিরুউজ্জামান মনির বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রতীক ছিল ঈগল। আজ ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরি দাঁড়াচ্ছি। সঙ্গে ভোটারদের অনুরোধ জানাচ্ছি, ৭ তারিখের নির্বাচনে সবাই অবশ্যই কেন্দ্রে যাবেন এবং শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন।

    আগামী দিনে শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করার অনুরোধ জানান তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ প্রমুখসহ তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...