More

    বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে।

    মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে বরগুনা ৯ নম্বর ওয়ার্ডের ডি, কে, পি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

    পুলিশের দায়ের করা নাশকতা চেষ্টার মামলায় রনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ওসি বশির আলম।

    বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডি, কে, পি রোড এলাকায় অভিযান চালিয়ে নাশকতা চেষ্টা মামলার পলাতক আসামি নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। চলতি বছরের নভেম্বর মাসে পুলিশ বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা চেষ্টার অভিযোগে বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করে। ওই মামলায় নুরুল ইসলাম রনিকে আসামি করা হয়। গ্রেফতারের পর রনিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...