ঝালকাঠি প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির পূর্ব কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার শশাঙ্ক হীরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে গিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর লোকের কাছ থেকে নগদ টাকা নেওয়ার দায়ে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
পিরোজপুর–১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কেন্দ্র ভিত্তিক ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। সে প্রেক্ষিতে ১১৯, ৬৭নং পূর্ব কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাঠালিয়া কেন্দ্রে নাওটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শশাঙ্ক হীরাকে পোলিং অফিসার নিয়োগ করা হয়। কিন্তু তিনি ভোটগ্রহণ চলাকলীন কেন্দ্রের বাইরে গিয়ে ঈগল প্রতীকের প্রার্থীর লোকের কাছ থেকে নগদ অর্থ ও খাবার নিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে ও অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অত্র ভোটগ্রহণকারী কর্মকর্তা (পোলিং অফিসার) থেকে অব্যহতি দেওয়া হলো। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।