More

    আগৈলঝাড়ার বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ অসহায়, এতিম ও দুঃস্থদের জন্য সৌদিআরব সরকারের প্রেরিত দুম্বার মাংস বরিশালের আগৈলঝাড়ার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

    বুধবার বিকেলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন এতিমখানার এদিমদের মধ্যে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।

    দুম্বার মাংস বিতরণকৃত এতিমখানা গুলো হলো, সেরাল শহীদ আব্দুর রব ছেরনিয়াবাত বৃদ্ধাশ্রম, পূর্ব সুজনকাঠী বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা বিভাগীয় বেবী হোম, গৈলা আল ফারুক এতিমখানা,

    চাঁদত্রিশিরা আজিজিয়া এতিমখানা, নূর—এ—মদিনা এতিমখানা, মোহসিনাবাদ এতিমখানা, বাশাইল মোহাম্মদীয়া এতিমখানা, বেলুহার কাজীবাড়ি এতিমখানা, পূর্ব বাকাল বায়তুল ফালাহ এতিমখানা, রাজিহার নূরানী এতিমখানা, পয়সা আমবাড়ি তিতুমীর এতিমখানা ও পশ্চিম বাকাল ইসলামিয়া এতিমখানা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএম কলেজে তরুণ-তরুণীকে হেনস্থা, উগ্র অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যুগলের ওপর চড়াও হয়ে তাদের ছবি ফেসবুকে ছেড়ে দেন একদল তরুণ। বৃহস্পতিবার দুপুরে এ...