আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির জন্য পিতাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার রত্নপুর ইউনিয়নের বারবাইকা গ্রামের মো. সাহেব আলী মোল্লা লিখিত অভিযোগে জানান, একমাত্র ছেলে হালিম মোল্লা আমাকে মাঝে মধ্যে ভরন পোষন দিতনা। একারনে আমি নিজের সম্পত্তি বিক্রি করার সিদ্বান্ত নেই।
এঘটনা জানতে পেরে আমার একমাত্র ছেলে হালিম মোল্লা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি—ধামকি দিয়ে ভরন পোষন বন্ধ করে দেয়। পরে পিতা সাহেব আলী ভরন পোষনের জন্য তার নিজের সকল সম্পত্তি বিক্রি করে দেন।
এঘটনা জানতে পেরে ছেলে হালিম মোল্লা বুধবার পিতা সাহেব আলী মোল্লাকে জিজ্ঞাসা করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপযার্য় ছেলে হালিম মোল্লা পিতা সাবেক আলী মোল্লা (৯০)কে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ছেলে হালিম মোল্লা জানান, আমার পিতা সাহেব আলী মোল্লাকে সম্পত্তি বিক্রির ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে আমাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
পরে আহত সাহেব আলী মোল্লা বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ব্যাপারে আমার জানা নেই। আমি জেনে প্রয়োজনী ব্যবস্থা নিব।