More

    মানসিক ভারসাম্যহীন পাগলী নারীর প্রসব করা কন্যা সন্তানের ঠাঁই হলো আগৈলঝাড়া বেবী হোমে

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব করা ফুটফুটে একটি কন্যা সন্তানের ঠাঁই হলো আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমে।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ—তত্বাবধায়ক ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খানের প্রেরণ করা নবজাতক শিশুকে গ্রহন করেন।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, ১৭ জানুয়ারী বুধবার বেলা ২টার দিকে প্রসব বেদনায় ছটফটরত এক পাগলী মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাটাজোর ইউপি সদস্য আব্দুল মান্নান ও গৌরনদী ফায়ার সার্ভিসের মাধ্যমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    পরে রাত ১০টায় নার্স মুকুল খানমের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। হতভাগ্য পাগলী মা হলেও নবজাতক সন্তানের কোন পিতৃ পরিচয় জানা যায়নি।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খানের প্রেরণ করা নবজাতক কন্যা শিশুকে উপজেলার গৈলায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. আবুল হোসেন, গৌরনদী অফিস সহকারী মো. নুরুজ্জামান মোল্লা, গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ও মিডওয়াইফ কনিকা হালদার।

    বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ—তত্বাবধায়ক ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা আরও জানান, নবজাতক শিশুকে তিনি বেবী হোমে গ্রহন করেছেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ষ্টাফরা তাকে গ্রহন করে মাতৃস্নেহে পরম আদরে পালন করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...