More

    আগৈলঝাড়ার তীব্র শীতে পুরাতন কাপড়ের দোকানে ভিড় নিম্ন আয়ের মানুষের

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উত্তরের হিমেল বাতাসে কুয়াশা ও কনকনে তীব্র শীতে জেঁকে বসেছে জনপদ। গত কয়েকদিন ধরে এই জনপদে জেঁকে বসছে শৈত্য প্রবাহ। তীব্র শীতের মধ্যে অনেকদিন ধরে আকাশে সূর্যের দেখা মেলেনি।

    মাঠে কৃষক বীজ রোপনের জন্য জমি প্রস্তুত করলেও শীতের কারণে শ্রমিকরা বীজ ধান রোপন করতে পারছে না। শীতের কারণে ছিন্নমুল পরিবার ও খেটে খাওয়া দিনমজুরসহ নিম্নমধ্যবিত্ত পরিবার সদস্যরা শীতের কবল থেকে রক্ষা পেতে ভীড় করছেন সড়কের পাশের গরম পোশাকের দোকানগুলোতে। শীতের কারণে লেপ—তোষক বানাতে মহাব্যস্ত সময় পার করছেন দোকানীরা। গার্মেন্টস দোকান থেকে ফুটপাতের গরম পোশাকের দোকানগুলোতে এখন শীতের দাপটে বেচা কেনার ধুম পরেছে।

    সাজানো দোকানের চেয়ে ফুটপাতের দোকান গুলোতে গরম পোশাকের দাম তুলনামুলক কম হওয়ায় ফুটপাতের দোকানে পুরানো কাপড় কিনতে পেরে খুশি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবি পরিবারের লোকজন। ক্রয়—বিক্রির কারণে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা শহরের দোকান খুলে বসছেন ব্যবসায়ীরা।

    বিভিন্ন হাট বাজারেও পুরোনো শীতবস্ত্র বেচাকেনার বাজার বেশ জমে উঠেছে। বড় দোকানের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে এখানে শীতবস্ত্র পাওয়া যায়। বাশাইল বাজারের মামুন বেডিং ষ্টোরের মালিক মামুন সরদার জানান, শীতের মৌসুম শুরুর কারণে লেপ—তোষক তৈরী ও বিক্রি আগের চেয়ে বেড়েছে অনেক। বিভিন্ন এলাকার বাজার গুলোতে লেপ—তোষক তৈরি কারিগরদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশী দেখা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...