আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাটে সরকার কতৃর্ক নিষিদ্ধ কচ্ছপ বিক্রি করায় গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এসময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে ১৫ কেজি (১৭টি) কচ্ছপসহ আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বন্যপ্রানী সংরক্ষন আইন ২০১২ ধারা মতে কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে দুই মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত সুবাস বাড়ৈকে সোমবার রাতে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই মিল্টন মন্ডল ও ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।