আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম রঞ্জন হালদার,
ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা প্রমুখ । সভায় উপজেলার আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক,
বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তরা। এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।