More

    আগৈলঝাড়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের না জানিয়ে মাছ চুরির শালীস—মিমাংশা করার অভিযোগ মাতব্বদের বিরুদ্ধে

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের না জানিয়ে মাছ চুরির শালীস—মিমাংসা করার অভিযোগ উঠেছে গ্রাম্য মাতব্বদের বিরুদ্ধে।

    এঘটনা জানাজানির পরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের বাবু বাড়ৈর চিংড়ির ঘের থেকে ১৯ জানুয়ারী রাতে জাল দিয়ে মাছ চুরি করার সময় একই এলাকার প্রেমচাঁদ মাঝির ছেলে পরিতোষ মাঝিকে হাতেনাতে ধরে স্থানীয়রা।

    এঘটনা নিয়ে স্থানীয় মাতব্বর অর্পন ভাবুক ও এনসন ভাবুকের নেতৃত্বে ২০জানুয়ারী সন্ধ্যায় বড়বাশাইল স্থানীয় মন্দিরের আঙ্গিনায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্রিয়লাল কর্মকারের সভাপতিত্বে এক শালীস বৈঠক হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাজীব ঘটক, ব্যবসায়ী পলাশ কর্মকার প্রমুখ।

    শালীস বৈঠকে চিংড়ি মাছ চুরির অভিযোগে পরিতোষ মাঝিকে ১০হাজার জরিমানা করা হয়। তবে এঘটনায় স্থানীয় মাতব্বররা থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়েরকে জানানো হয়নি। এঘটনা জানাজানির পরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের মোল্লা বলেন, চুরির কোন ঘটনা আমাকে জানানো হয়নি। তারা তাদের ইচ্ছেমতো গোপনে শালীস বৈঠক করেছে বলে জানা গেছে। এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

    বরিশালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।...