আগৈলঝাড়া প্রতিনিধিঃ অসহায় ও দুঃস্থ নারী কর্মীদের মধ্যে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ করছেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ।
গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার পাঁচটি ইউনিয়নের শতাধিক দুঃস্থ ও অসহায় নারী কর্মীদের মধ্যে আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ—সভাপতি আভা মূখার্জী, হোসনে আরা বেগম পেয়ারাসহ অন্যান্যরা।