More

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতার হামলায় আলিম পরীক্ষার্থী আহত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আলিম পরীক্ষার্থীর উপর হামলা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।

    ওই পরীক্ষার্থীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতর ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আশ্রাফ মীর বলেন, আমি ইমনকে ডাক দিলে আমার সাথে সে খারাপ ব্যবহার করে। যার জন্য তাকে ৪—৫টি চর—থাপ্পর দিয়েছি।

    অভিযোগ ও আহত শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের মোসিন তালুকদারের ছেলে নুর আলম তালুকদারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই এলাকার নজরুল তালুকদারের ছেলে ইমরান তালুকদারের। এই বিরোধের জের ধরে ২২ জানুয়ারী দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া—ঝাটি হয়।

    এঘটনার জের ধরে একইদিন রাতে ইমরান তালুকদারের ছোট ভাই বারহাজার দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ইমন তালুকদারের উপর রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশ্রাফ মীরের নেতৃত্বে ৫—৬জনের একটি দল হামলা করে গুরুতর আহত করে। পরে আলিম পরীক্ষার্থী ইমন তালুকদার ৯৯৯ নম্বরে ফোন দিলে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই শফিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ইমন তালুকদারকে উদ্ধারসহ হামলাকারীদের ব্যবহৃত একটি মটরসাইকেল থানায় নিয়ে আসে।

    পরে গুরুতর অবস্থায় ওই রাতেই ইমন তালুকদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ওই পরীক্ষার্থীর ভাই ইমরান ইসলাম তালুকদার বাদী হয়ে ২৩ জানুয়ারী আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় অভিযুক্ত রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশ্রাফ মীর বলেন, দু—পক্ষের বিরোধ মীমাংশার জন্য আমি ইমনকে ডাক দিলে আমরা সাথে সে খারাপ ভাষা ব্যাবহার করে। যার জন্য তাকে ৪—৫টি চর—থাপ্পর দিয়েছি।

    এসময় ইমন পরে গিয়ে পায়ে রক্তাক্ত জখম হয়। এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই শফিউদ্দিন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে ইমন তালুকদার নামে আহত একজনকে উদ্ধার করি। এসময় একটি মটরসাইকেল থানায় আনা হয়েছে। আহত ইমনের ভাই ইমরান তালুকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...