More

    আগৈলঝাড়ায় ডিবি’র অভিযানে ১শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ১শ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    এ ঘটনায় ডিবি’র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বুধবার রাতে দক্ষিণ গৈলা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে একাধিক মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী মাসুম সরদারকে ১শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

    এ ঘটনায় বুধবার রাতেই ডিবি’র এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউদ্দিন জানান, ওই মামলায় গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুম সরদারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের পক্ষে অনড় স্থানীয় নেতাকর্মীরা

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে কেন্দ্রীয় সিদ্ধান্তকে কার্যত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের...