More

    শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন পার্কে ঘোরাঘুরি বন্ধে বরিশাল পুলিশের উদ্যোগ

    অবশ্যই পরুন

    স্কুল-কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বিনোদনকেন্দ্রে ঘোরাফেরা থেকে বিরত রাখতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অপরাহ্নে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র মেইলে পাঠিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। এতে বলা হয়েছে- বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা স্কুল চলাকালীন ও স্কুলের পোশাক পরে বরিশাল মহানগরীর বিভিন্ন পার্ক, বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ঘোরাফেরা করছে।

    পাশাপাশি বরিশালের সুশীল সমাজ থেকেও এ বিষয়ে বারবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি নিবন্ধন করেছে। তাই তাদের এ ধরনের চলাচল বন্ধের প্রাথমিক উদ্যোগ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

    তারা প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে এ ধরনের শিক্ষার্থীদের সচেতন করছে এবং পাশাপাশি স্কুল চলাকালীন এভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখতে উৎসাহিত করছে। অবশ্য এমনটা আইনিভাবে সমাধান অনেকাংশই অসম্ভবও বলছে পুলিশ। ইমেল বার্তা পুলিশ আরও বলছে, সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের এ বিষয়ে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামাতার বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ির

    বরিশালের মুলাদীতে বাস থেকে মাথা বের করে বমি করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগম (৪০) নামের...