More

    বরগুনায় জব্দকৃত জাটকা বিতরণের সময় লুট

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলীতে জব্দকৃত জাটকা বিতরণের সময় লুটের ঘটনায় মামলা হয়েছে। আমতলী মৎস্য বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্টে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস থেকে অবৈধ জাটকা মাছ জব্দ করে।

    ওই বাসগুলো থেকে ২৫টি কার্টনভর্তি ১১শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো পুলিশের সহযোগিতায় বিতরণ করতে বলা হয়। মাছগুলো আমতলী থানার ভেতরের মাঠে বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে এ মাছ লুট করে নিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় আমতলী মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলেটর ইশরাত হোসেন হিমেল থানায় একটি অভিযোগ করেছেন।

    অভিযোগে বলা হয়, যৌথ বাহিনীর মাধ্যমে জব্দ হওয়া অবৈধ জাটকা মাছ আমতলীর দুস্থ ও বিভিন্ন এতিমখানায় বিতরণের জন্য লোক ডাকা হয়েছিল। তাদের মধ্যে বিতরণ কালের শেষ পর্যায়ে কিছু মাছ বিশৃঙ্খলা করে নিয়ে যায় লোকজন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, থানার ভেতর থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় মৎস্য বিভাগের একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা সিসি টিভি দেখে অনেককেই শনাক্ত করতে সক্ষম হয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

    চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান...