More

    ঝালকাঠিতে ফেনসিডিল পাচার মামলায় একজনের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    ফেনসিডিল পাচার মামলায় আয়ুব হোসেন নামে এক আসামিকে (৪৭) ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

    আয়ুব হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের দীন আলী গাজীর পুত্র। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ ডিসেম্বর আয়ুব আলী পিরোজপুর থেকে বরিশালগামী সৌদিয়া পরিবহনে দুইটি ব্যাগে করে পাচারের উদ্দেশ্যে ১২৯ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। বরিশালের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) অভিযানে নামে। অভিযানের নেতৃত্ব দেন পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

    খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠি পৌর এলাকার কিফাইতনগর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টারের (ম্যাটস) সামনে বিকেল সাড়ে ৩টায় বাসটিতে তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী আয়ুব হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

    ঝালকাঠি থানার এসআই চয়ন হালদার তদন্ত শেষে আদালতে এই মামলার অভিযোগপত্র দায়ের করেন। আদালত নয়জন সাক্ষীর স্বাক্ষর নিয়েছেন। সরকারের পক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে অ্যাডভোকেট আইয়ুব আলী মামলা পরিচালনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক সাগর নিহত, গ্রামের বাড়ি বরিশাল

    রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার ভ্যানের চাপায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪...