More

    কাঠালিয়ায় মালবাহী ট্রাক খালে পড়ে দু’জন আহত

    অবশ্যই পরুন

    শুক্রবার ভান্ডারিয়া-কাঠালিয়া মহাসড়কের রথের মোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অসাবধানতার কারণে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার আহত হন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছিল। রাত দুইটার সময় রথের মোরে পৌঁছালে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি একটি সাইনবোর্ড ধাক্কা দিয়ে খালের ভিতরে পড়ে যায়।

    স্থানীয়রা ট্রাকের ভেতরে আটকে থাকা চালক ও হেল্পারকে উদ্ধার করে। পরে তাদেরকে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    এই দুর্ঘটনায় ট্রাকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খালের ভেতরে পড়ে থাকা ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...