More

    কলাপাড়া প্রেসক্লাব সদস্যদের মঝে ঈদ উৎসব ভাতা চালু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সদস্যদের মাঝে এবছর প্রথম ঈদ উৎসব ভাতা‌ চালু করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সদস্যদের মাঝে ঈদ উৎসব ভাতা বিতরণ, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু্র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ,

    সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল, অমল মুখার্জী, গোফরান বিশ্বাস পলাশ, জসিম পারভেজ প্রমূখ। পরে সদস্যদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মনোজাত অনুষ্ঠিত হয়। দোয়া—মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ফোরকানুল ইসলাম।

    দোয়া মোনাজাত শেষে ২০ জন সদস্যদের মাঝে ৩ হাজার টাকা করে উৎসব ভাতা দেয়া হয়। উৎসব ভাতা পেয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ—সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, আমার ৪৩ বছরের সাংবাদিকতা জীবনে আজ প্রেসক্লাব থেকে শ্রেষ্ঠ উপহার পেলাম। আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...