More

    শেবাচিম হাসপাতালে রোগীর সু-চিকিৎসা নিশ্চিত করতে মনিটরিং টিম গঠন করলেন পরিচালক

    অবশ্যই পরুন

    ঈদ কালীণ সময় চিকিৎসাধীন রোগীদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মনিটরিং টিম গঠন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।

    এর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন সংখ্যক চিকিৎসক, নার্স ও অনান্য স্টাফদের সমন্বয় রোস্টার তৈরিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডে সিনিয়র চিকিৎসকদের তদারকি করার নির্দেশ প্রদান করেন। গতকাল সোমবার এক নোটিশের মাধ্যমে তিনি এ নির্দেশ প্রদান করেন। এর পাশাপাশি জরুরী বিভাগের জন্য রাখা হয়েছে অধিকতর চিকিৎসক।

    জানাগেছে, প্রতি বছর ঈদ উল ফিতরে মুসলিমবাদে অনান্য ধর্মালম্বি চিকিৎসক ও নার্সরা নিজের মধ্যে সম্বয়ন করে ছুটি ভোগ করে থাকেন। এতে হাসপাতালে ঈদ কালীণ সময় চিকিৎসক ও নার্সসহ অনান্য স্টাফ সংকট দেখা দেয়া এবং রোগীদের ভোগান্তির শিকার হতে হয়।

    আসন্ন ঈদ উল ফতরে চিকিৎসক ও নার্স সংকট এবং রোগীদের ভোগান্তি দুর করতে নানামুখি পদক্ষেপ নিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। সোমবার এক নোটিশের মাধ্যমে তিনি ঈদ কালীণ সময় চিকিৎসাধীন রোগীদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বরিশালের বাসিন্দা এমন চিকিৎসক, নার্স ও অনান্য স্টাফদের ছুটি বাতিলের নির্দেশ দেন।

    পরিচালকের দেয়া ছুটি বাতিলের নির্দেশনায় বলা হয়েছে, ঈদ কালীন অথাৎ আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল প্রতিটি ওয়ার্ডে তিন রোস্টারে (সকাল, বিকাল ও রাত) পূর্বের ন্যায়ে চিকিৎসক, নার্স ও অনান্য স্টাফরা দায়িত্ব পালন করবে। তবে জরুরীভাবে ছুটি প্রয়োজন এমন চিকিৎসক, নার্স ও স্টাফদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভাগীয় প্রধান কিংবা পরিচালককে অবহিত করতে হবে।

    এদিকে ঈদ কালীণ সময় চিকিৎসক ও নার্সসহ অনান্য স্টাফদের ছুটি বাতিলের নির্দেশ প্রদানে পূর্বে এ বিষয়ে পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেবা তত্ববায়ক ও নার্সিং ইনচার্জদের সাথে পৃর্থক বৈঠক করেছেন।

    এর পাশাপাশি সোমবার দুপুর ১টায় এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডাঃ জি এম নাজিমুল হক ও সাধারণ সম্পাদক ডাঃ এ এস এম সায়েম এর সাথে বৈঠক করেছেন। পৃর্থক এ বৈঠকে ঈদ কালীণ সময় চিকিৎসাধীন রোগীদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

    এর সিদ্ধান্তের আলোকে ছুটি বাতিলের পাশাপাশি বরিশালে বাসিন্দা এমন চিকিৎসক, নার্স ও স্টাফদের ঈদ কালীণ ৭২ ঘন্টা প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগে বর্তমানে কর্মরাত ৪ জন চিকিৎসকের সাথে আরো ২ জন চিকিৎসক নিয়োজিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

    বর্তমানে হাসপাতালের অন্তঃবিভাগ বর্তমানে কর্মরত মিড লেভলের ১৫০ চিকিৎসকের সাথে রোগী সেবা নিয়োজিত থাকবেন ২২৬ জন ইন্টানী চিকিৎসক। তাদের সহযোগীতা করবেন আরো ৮৮৯ জন সিনিয়র স্টাফ নার্স ও ৫৩ জন স্টাফ নার্স ছাড়াও ৪ শতাধিক অন্যান্য স্টাফ।

    বৈঠকে ঈদের তিন দিন চিকিৎসা সেবা সার্বিক তদারকি করবেন পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলামসহ হাসপাতালের উপ পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (অর্থ, ভান্ডার ও প্রশাসন) ডাঃ মোঃ রেজওয়ানুর আলম। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, ঈদে কোন রোগীর অসুবিধা না হয় তার লক্ষ্যে আমাদের হাসপাতালে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

    তিনি বলেন, এই হাসপাতালে রোগী তুলনায় আমাদের জনবল খুবই কম। তারপরও এই সংখ্যক সল্প জনবল দিয়ে সঠিক ভাবে সেবার সময় বল্টনের মাধ্যমে সু-চিকিৎসা প্রদান করা সম্ভব। তাই এইবার ঈদে সেই ব্যবস্থাই নেয়া হয়েছে। যারা ঈদের ছুটি ভোগ করেতে পারেন নি তারা ঈদের পর রোটেশন অনুযায়ী ছুটি ভোগ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...