More

    আজ কলাপাড়ার ৭গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ৭ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল ফিতর। সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মাঝে।

    বুধবার সকাল ৯ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্‌সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্রি, উপজেলার ছোনখোলা, সাফাখালী, চম্পাপুর,   লালুয়া ও বালিয়াতলী ইউনিয়ন এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ২০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...