More

    বাংলা নববর্ষ উপলক্ষে কলাপাড়ায় ৭ দিনের বৈশাখী মেলা

    অবশ্যই পরুন

    বর্ণাঢ্য মঙ্গল  শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন খেলার মাঠে গিয়ে বর্ষবরণ সঙ্গীতের মধ্য দিয়ে কলাপাড়ায় বাংলা বর্ষবরণ উৎসবের সূচনা হয়েছে।

    এরপরে বর্ষবরণের প্রধান আকর্ষণ ৭ দিনের বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মে. মহিববুর রহমান এমপি। তিনি সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের প্রথম দিনে মেলা প্রাঙ্গণে হাডুডু খেলা হয়েছে। বিকেলে রয়েছে  ঘোড় দৌড়।  বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কলাপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসন খেলার মাঠে ৭দিনের মেলা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রীক ইভেন্ট। রয়েছে নৌকা দোলা, স্লিপার জাম্পিং বক্স,জাদুর বক্স, ভুতের বাড়িসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপভোগ্য ইভেন্ট।

    শিশুদের বিনোদনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বর্ষবরণ উৎসবের সূচনা অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বর্ণের সকল বয়সের মানুষের ছিল ব্যাপক সরব উপস্থিতি। রোববার সকাল থেকে বর্ষবরণ মাঠকেন্দ্রিক মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। বৈশাখী মেলার মাঠে প্রতিদিন বিকেল থেকে রাত অবধি অসংখ্য দোকান পাট থাকছে।

    বৈশাখী মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখের অনুষ্ঠান কে বেশি উপভোগ্য করতে দেশের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় বাউল শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান বাংলা নববর্ষ উদযাপন ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান বাংলা নববর্ষ উদযাপন ঘিরে সকল অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে কলাপাড়া শহরে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...