পটুয়াখালীর কলাপাড়ায় কমরত্র প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল, ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে আটটায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু্র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, মেজবাহ উদ্দিন মান্নু,
সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, মোহসীন পারভেজ, আলহাজ মো: এনামূল হক, গোফরান পলাশ, এইচ এম আকবর প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব বলেন,এক সময় গ্রামের বাড়ি যেতাম কাঁদা মাটিতে একাকার হয়ে।
আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় আমার জন্মভূমি কলাপাড়া এখন উন্নয়নের রোল মডেল।
এবার ঈদের ছুটিতে এসে ব্রিজ, কালভার্ট পেরিয়ে গাড়ি নিয়ে বাড়ি গেলাম। গ্রামের সকলের হাতে দেখলাম স্মার্টফোন। আর চারিদিকের শুধু উন্নয়ন আর বদলে যাওয়ার চিত্র। কলাপাড়ার দিকে তাকালে এখন সমগ্র দেশের উন্নয়নের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।