More

    ঝালকাঠিতে বাসচাপায় ব্যবসায়ী নিহত

    অবশ্যই পরুন

    ঝালকাঠির ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় আবু তালুকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কাঠালিয়া উপজেলার বান্দাঘাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তার বান্দাঘাটা বাজারে মুদি ও মনোহারির ব্যবসা ছিল। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস আমুয়া যাওয়ার পথে বান্দাঘাটা বাজার পোঁছালে আবু তালুকদারকে পেছন থেকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং বাসটি দ্রুত গতিতে চলে যায়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেশে কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। কাঠালিয়া থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...