More

    বরিশাল সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের নির্দেশে পুকুর ভরাট বন্ধ

    অবশ্যই পরুন

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্দেশে নগরীর গোরস্তান রোডে ভরাটরত একটি পুকুর উদ্ধার করে অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

    রোববার (২১ এপ্রিল) কর্পোরেশনের কর্মীরা পুকুরটি ভরাটের হাত থেকে উদ্ধার করেন।

    সম্প্রতি বরিশাল নগরীতে অবৈধভাবে বালু উত্তোলন করে জলাশয় ভরাটের হিড়িক পড়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে সিটি করপোরেশন।

    বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, মেয়রের নির্দেশে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে রোববার দুপুরে নগরীর গোরস্থান রোডের হুদা বাড়ির পুকুর ভড়াট বন্ধে অভিযান চালানো হয়েছে। এসময় পুকুরটির চারপাশে দেয়া টিনের বেড়া ভেঙ্গে ফেলা হয়। পাশাপাশি পুকুরটি ভরাট বন্ধে সংশ্লিস্টদের নির্দেশ দেয়া হয়েছে।
    রাজনগরে ১২ জন প্রার্থীর মনোনয়ন জমা

    প্রসঙ্গত, গত ঈদ উল ফিতরের ছুটির সুযোগে গোরস্তান রোডে হুদা বাড়ির পুকুর ভরাটের পায়তারা চলে। এর আগে পাশাপাশি অপর একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা।

    খবর পেয়ে শনিবার গোরস্তান রোডের হুদা বাড়ির পুকুর পরিদর্শন করে সিটি মেয়র খোকন সেরনিয়াবাত জলাশয় ভরাট বন্ধে সংশ্লিস্টদের ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...