More

    কালকিনিতে পৌরসভার সড়ক উন্নয়নের কাজ ও সড়ক বাতি উদ্বোধন

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিণ রাজদী গ্রামের (বাবু ভবতোষ দত্তের) বাড়ি হইতে আমানতগঞ্জ খাল পর্যন্ত আর সি.সি রাস্তা নির্মাণ কাজ ৪৮০ মিটার ও ১৭টি সড়ক বাতি কাজ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকালে কালকিনি পৌরসভার উদ্যোগে এ কাজের উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এস এম হানিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার (সহকারী প্রকৌশলী) রাকিব হাসান, (সহকারী প্রকৌশলী)

    শেখ হোসাইন (সহকারী প্রকৌশলী)মো.লিটন হোসাইন (মিউনিউসিপ্যাল প্রকৌশলী) অশোক কুমার ভাদুরী (সহকারী প্রকৌশলী) জিহাদুল ইসলাম নাবিল ও (প্রকৌশলী) মাহমুদুল ইসলাম,উপজেলা আ.লীগ নেতা বাবু ভবতোষ ভজন দত্ত, বীরমুক্তিযোদ্ধা এস্কেন্দার আলী হাওলাদার,বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগের নেতা মাসুদ রানা জাপান মোল্লা মো. সালাম মোল্লা ও দিদার মোল্লা প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...