More

    কলাপাড়ায় নবীন নাবিকদের জাতীয় নিরাপত্তায় সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ —নৌবাহিনী প্রধান।

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

    শনিবার সকাল সাড়ে নয়টায় কলাপাড়া বানৌজা শের—ই—বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। ৪৩৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের পুরস্কার তুলে দেন নৌ বাহিনী প্রধান। অনুষ্ঠানে সন্তানদের এ সাফল্য দেখতে উপস্থিত হয় অভিভাবকরা। সন্তানদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন ও তাদের পুরস্কার গ্রহণ করতে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়েন তারা। তারা বলেন, তারা আজ খুশি যে দেশ রক্ষায় তাদের সন্তান আজ থেকে দায়িত্ব নিলো।

    শুধু অভিভাবকরাই নয়, এ অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বেসামরিক কর্মকর্তাগণ। নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে সাইফুর রহমান সাইফ সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করে। আল আবি হুসাম দ্বিতীয় স্থান অধিকার করে ্কমখুল পদকও মোহাম্মদ শাহরিয়ার তৃতীয় স্থান অধিকার করে শের—ই—বাংলা পদক এবং মারিয়া আক্তার প্রীতিলতা ওয়াদেদ্দার পদক লাভ করে। নবীন নাবিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার বিতরণ শেষে নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় হতে প্রাপ্ত সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশের জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

    তিনি আরও বলেন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধে চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি ,াননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এরপর দুপুর ১টায় বাংলাদেশ নৌবাহিনী ঘাটিঁ বানৌজা শের—ই—বাংলায় নবনির্মিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী এর উদ্বোধন করেন, প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এমনামূল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

    এসময় তিনি শিক্ষার্থী দের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, ক্যান্টিসহ অন্যান্য সুযোগ সুবিধা। প্রথম পর্যায় প্রথস শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৪৩ জন শিক্ষার্থী ভর্তি করার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে।

    এ স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পটুয়াখালী এলাকা শিক্ষা ব্যবস্থা আধুনিকতার পথে এগিয়ে যাবে বলে স্থানীয় প্রশাসন এবং জনগণ অত্যন্ত আশাবাদী মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠান এবং নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী’র উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।...