More

    কলাপাড়ায় পরিবেশ রক্ষায় সবুজ সাথী সম্মাননা পেলো দুই পরিবেশ কর্মী ও এক সংগঠন

    অবশ্যই পরুন

    পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর কলাপাড়ায় সবুজ সাথী সম্নাননা পেলো দুই পরিবেশ সংগঠক, সংগঠন ও এক পরিবেশ কর্মী।

    মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স এর আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, মোস্তফা জামান সুজন, জসীম পারভেজ প্রমুখ।

    অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন দুলু, পরিবেশ সংগঠক কামাল হোসেন রনি ও পরিবেশ সংগঠন আমরা কলাপাড়াবাসীকে সবুজ সাথী সম্মাননা ২০২৪ এর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন দেন অতিথিরা।

    সমুদ্র উপকূলীয় এলাকার গাছ কাটা বন্ধ এবং পরিবেশ রক্ষায় এ উদ্যোগী তরুণ ও সংগঠনের মতো সবাইকে কাজ করার আহ্বান জানান অতিথিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ...