More

    মাদারীপুরে অগ্নিকান্ডে ১৩ টি কোরবানীর গরু ও ২ হাজার মুরগি পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    মাদারীপুরর শিবচর উমদপুর মিলন মুন্সির গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের ১৩ টি কোরবানীর গরু ও তারপাশের মুরগির খামারে ২হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে খামারী মিলন মুন্সির দাবি।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১২ জুন) শিবচরের উমদপুর ইউনিয়নর রামরায়রকাদি এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খামারে বাধা ১৪টি গরুর মধ্যে ১৩টি গরুর মারা যায়। একটি গরু দড়ি ছিড়ে পালায়। এছাড়া পার্শবর্তী আগুন ছড়িয়ে পড়লে ঐ শীডে থাকা ২ হাজার মুরগী পুড়ে মারা যায়। এলাকাবাসী ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগতে পারে।

    শিবচর উপজলা নির্বাহী কর্মকর্তা মা. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করছেন। এসময় খামারিদের যথাসম্ভব আর্থিক সহযাগীতা করার ঘোষণা দেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে পেয়ে খুশি ৪৪০ জন শিক্ষার্থী

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর...