More

    ডাসারে প্রান্তিক কৃষকদের মাঝে নারকেল গাছ বিতরণ

    অবশ্যই পরুন

    মাদারীপুররের ডাসারে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

    বুধবার(১২ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে এ নারকেল গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,ডাসার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার রমেন মধু, উপসহকারী কৃষি অফিসার কনিকা হাজরা,ডাসার ইউনিয়নের চেয়ারম্যান মো.রেজাউল করিম ভাসাই শিকদার ,

    নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ইউপি সদস্য মো.ঝনু মিয়াসহ অন্যান্যরা। এসময় প্রণোদনা কর্মসূচিতে উপজেলার পাচঁটি ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে মোট ৪০০ টি নারকেল গাছ বিতরণ করা হয়।

    অতিথিরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নকে কাজে লাগিয়ে আগামীর দিনগুলোতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে মনোনিবেশ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান নির্বাহী অফিসার কানিজ আফরোজ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...