More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির সময় কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    কমিটিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিউল আলমকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম ও একই বিভাগের অপর সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজ আলমকে সদস্য করা হয়েছে।

    এর আগে গতকাল বিকেলে আরেক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো কর্মসূচি পালনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, প্রক্টর কার্যালয়ের অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল কাইউম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, মঙ্গলবারের ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপাচার্যের নির্দেশে ওই নোটিশ জারি করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-সহকারী (নাজির)সোহাগ এর এত সম্পদের উৎস কোথায়?

    পৌরসভার প্রাণকেন্দ্র নির্মান করছে বিলাসবহুল বাড়ি একই উপজেলায় ৮ বছর কর্মরত চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী...