পাথরঘাটা প্রতিনিধি:বরগুনার পাথরঘাটায় মুক্তা (১৩) নামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বাজারের একটি লাইব্রেরিতে তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করেছে ফয়সাল ও জুবায়ের নামের দুই যুবক। এ ঘটনার পর লজ্জায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে।গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর বাবা মোস্তফা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে গত ২৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিক্সের দোকানে এ ঘটনা ঘটে। পরে পার্শ্ববর্তী ব্যবসায়ী শাহাদত, লাবু ও মিলন তাকে উদ্ধার করেন। মুক্তা উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তর কাঠালতলী গ্রামের মো: মোস্তফার মেয়ে।
অভিযুক্তরা হলো- উপজেলার উত্তর কাঠালতলী এলাকার বেল্লাল হোসেনের ছেলে ফয়সাল, চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার মো: মোর্সারফের ছেলে জোবায়ের এবং কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী এলাকার মনির হোসেনের ছেলে ও লাইব্রেরি ব্যবসায়ী সাকিবুল ইসলাম হৃদয়।
পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান, আত্মহত্যার ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে একটি মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।