বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্য বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরের স্থায়ী সীমানা ও বিরোধপূর্ণ মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সর্বস্তরের নাগরিকের ব্যানারে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যেখানে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই উপজেলার মধ্যে বিরোধ চলছে, এবং চরটির মালিকানা ও সীমানা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, দীর্ঘ বছর ধরে রুহিতার চরের জমি বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে সমানভাবে বিভক্ত করে মানুষ ভোগদখল করে এসেছে। কিন্তু গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পুরো রুহিতার চর বামনা উপজেলার মানুষ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় চরে বেতাগী উপজেলার মানুষের ফলানো ধান-ডালসহ বিভিন্ন ধরনের ফসল লুটপাট করে তুলে নিয়ে গেছে বলেও তাঁরা অভিযোগ করেন।
স্থানীয়রা জানায়,বেতাগীর বেশ কয়েকটি গ্রাম নদীভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার ভূমিহীন অবস্থায় রয়েছে। মূলত রুহিতার চরের অংশটি বেতাগী মৌজার মধ্যে পড়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি না বুঝে জোরজবরদস্তি করে চরটি দখলে নিতে চায়। নদীর দুই তীরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, গত ২৯ জুলাই চরটির মালিকানা দাবি করা বেতাগী উপজেলার কালিকাবাড়ী এলাকার কৃষকরা পাওয়ার ট্রিলার ও মাহিন্দ্রা নিয়ে চরে চাষ করতে গেলে বামনা উপজেলার লোকজন তাদের কয়েকটি পাওয়ার ট্রিলার ও মাহেন্দাসহ দুজন চাষিকে ধরে নিয়ে যায়। এই ঘটনার প্রতিশোধ নিতে বামনা উপজেলার কৃষকদের প্রায় একশত মহিষ কালিকাবাড়ীর কৃষকরা নিয়ে যায়।
এ ঘটনাটি বেতাগী ও বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানালে তারা উভয় পক্ষের সাথে আলোচনা করেন. গত ৩০ জুলাই দুই উপজেলা নির্বাহী কর্মকর্তারা উভয় পক্ষকে ডেকে চলতি শুকনো মৌসুমে চরটি মেপে যে উপজেলা যতটুকু পাবে তাদের বুঝিয়ে দিয়ে সীমানা করে দেওয়ার এমনই আশ্বাস দেওয়া হয়েছিল তখন। কিন্ত দুরভাগ্যে জণক হলেও সত্য বেতাগী উপজেলার বুড়ামজুমদার ও কালিকাবাড়ির এলাকার বাসিন্দা ও মামলার আসামী জাকির হোসেন (৩০) সহ একাধিক আসামি অভিযোগ করেন, চর সংশ্লিস্ট বামনা উপজেলার পূর্ব সফিফুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাশেম মল্লিকের ছেলে মো: হারুণ মল্লিক ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ও ১৪৫ ধারায় তারা সহ বেতাগী উপজেলার ২২ জন নিরীহ কৃষকের বিরুদ্ধে বরগুনার বামনায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (মামলা নং-৩৩৫, তারিখ: ২৪-১১-২০২৫) তাছাড়াও সিআর ২১২, তারিখ: ০৯-১২-২০২৫ এবং ৩৫৫,তারিখ: ৩-১২-২০২৫ তাদের বিরুদ্ধে আরও দুইটি মামলা করা হয়েছে। মামলার অপার আসামী আব্দুর রব সিকদার (৬০) বলেন,মামলাগুলো সম্পূর্ণ মিথ্যাও বানোয়াট।
অবশ্য মামলার বাদী মো: হারুণ মল্লিকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ বিষয়ে দুই উপজেলার ইউএনও, এ্যসিল্যান্ড ও অফিসার ইনচার্জদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিবো। আশাকরি এর মাধ্যমে আমরা খুব দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে পারবো।
