More

    ঝালকাঠির নলছিটিতে ব্যক্তি উদ্যোগে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবনের উদ্বোধন

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুরে ডা. আনোয়ার হোসাইন মাধ্যমিক বিদ্যালয়ে ব্যক্তি উদ্যোগে প্রায় কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন দ্বোতলা ভবন নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে পায়রা উড়িয়ে নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসাইন বাবুল।

    এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, ২০০৪ সালে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসাইন বাবুল ব্যক্তি উদ্যোগে তার বাড়ীর সামনে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। কিন্তু এত বছরেও বিদ্যালয়টির পাকা ভবন না থাকায় পাঠদান ব্যহত হচ্ছিল।

    এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হত। সাম্প্রতি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন বাবুল নিজস্ব অর্থায়নে স্কুলে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি পাকা দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেন।

    বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ভবনের উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: অ‌া‌নোয়ার হো‌সাইন বাবলু এর স্ত্রী ডা: শামস ই জাহান সো‌নিয়া,শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের চিকিৎসক ডা: হা‌নিফ হাওলাদার, স্কু‌লের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হো‌সেন প্রমুখ।

    এদিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন গু‌ঠিয়া ইসলামি কম্পেপ্লেক্স জা‌মে মস‌জি‌দের খ‌তিব ও শহিদ শরীফ ওসমান হাদির ভাই ড. আবু বকর সি‌দ্দিক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপনার আমাকে কলিজায় জায়গা দিয়েছেন, তা এই জনসমুদ্রই প্রমান করে-নূরুল ইসলাম মনি

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটা উপজেলার...