More

    ভাণ্ডারিয়ায় জাতীয় পতাকা বিধিমালার অবমাননা: বিরামহীন উড়ছে পতাকা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক, ভাণ্ডারিয়া, পিরোজপুর: ​পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে জাতীয় পতাকা বিধিমালার বিদ্যমান নির্দেশনার তোয়াক্কা না করে দিন-রাত বিরামহীনভাবে পতাকা উড়িয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে একাধিক পতাকা এভাবে প্রদর্শন করায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

    ​প্রাপ্ত সংবাদে জানা যায়, ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারের পশ্চিম অংশে অবস্থিত স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে জাতীয় পতাকা বিধিমালা উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে পতাকা উত্তোলিত রাখা হচ্ছে। লক্ষ্য করা গেছে, সেখানে শোক দিবস উপলক্ষে একটি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, যার পাশাপাশি বিধি বহির্ভূতভাবে আরও একটি জাতীয় পতাকা পৃথকভাবে টানানো হয়েছে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর পতাকা নামানোর কথা থাকলেও, এখানে দুটি পতাকাই দিন-রাত বিরামহীনভাবে উড়ছে।

    সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত থাকার নিয়ম থাকলেও উক্ত কার্যালয়ে তা মানা হচ্ছে না। দিন-রাত ২৪ ঘণ্টা পতাকা প্রদর্শিত হওয়ায় বিষয়টিকে জাতীয় পতাকার সুস্পষ্ট অবমাননা হিসেবে দেখছেন এলাকাবাসী।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় উচ্চপর্যায়ের নির্দেশে শোক দিবস পালন করতে গিয়ে পতাকা অর্ধনমিত রাখা হলেও ১৯৭২ সালের ‘বাংলাদেশ পতাকা বিধিমালা’ সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। রাতের অন্ধকারেও পতাকা উড়িয়ে রাখা জাতীয় পতাকার মর্যাদাকে ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন স্থানীয়রা।

    ​বাজারের একজন ব্যবসায়ী পরিচয় গোপন রাখার শর্তে জানান, “শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখা স্বাভাবিক, কিন্তু এখানে শোকের পতাকার পাশাপাশি আলাদাভাবে আরও একটি পতাকা টাঙানো হয়েছে এবং কোনোটিই রাতে নামানো হচ্ছে না। এলাকাজুড়ে এ নিয়ে নানা বিতর্ক ও গোলকধাঁধার সৃষ্টি হয়েছে।”

    ​আইনি ব্যাখ্যা অনুযায়ী, জাতীয় পতাকা বিধিমালা (১৯৭২) অত্যন্ত কঠোর। বিশেষ সরকারি অনুমতি বা আলোকসজ্জার ব্যবস্থা ছাড়া রাতে জাতীয় পতাকা প্রদর্শন দণ্ডনীয় অপরাধ। শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রেও সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সীমা মেনে চলা এবং পতাকার সঠিক মাপ ও সংখ্যা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব।

    ​এই পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, জাতীয় পতাকা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের প্রতীক। এর অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সংসদ নির্বাচন: অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার...