পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মানিকখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই জনসভায় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
জনসভায় বক্তব্যে আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেন, “আমি এই মানিকখালি স্কুলকে একসময় টিনের ঘর হিসেবে দেখেছি। পরবর্তীতে আমার হাত ধরেই এটি আজকের এই ভবনে রূপ নিয়েছে।
” তিনি আরও বলেন, “যারা বলে আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন—তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।” নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, “নাচনাপাড়া এলাকায় এক ইঞ্চি রাস্তাও একসময় পিচঢালাই ছিল না। আমি এমপি হওয়ার পর এখানকার রাস্তাগুলো পিচঢালাই করেছি।” সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে আপনাদের কলিজায় জায়গা দিয়েছেন। আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে—নাচনাপাড়ায় ধানের শীষ ছাড়া আর কোনো প্রার্থীর ভোট নেই।
” উল্লেখ্য, ধানের শীষের প্রার্থী মাঠে পৌঁছানোর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সবশেষে সমবেত জনতার কাছে ভোট প্রার্থনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণি। এ সময় পাথরঘাটা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
