সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মাঠে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের আহ্বায়ক মো. ফজলুল হক মৃধা, কাঠালিয়া সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মানসুর হাওলাদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা আলতাব হোসেন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন অপু প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা— কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন
