More

    বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল

    অবশ্যই পরুন

    জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, ‘আমরা আশরাফুলকে বরিশালের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’

    সূত্র থেকে জানা যায়, প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার ব্যক্তিগত কারণ দেখিয়ে বরিশালের কোচ হতে অপারগতা জানিয়েছেন। সে হিসেবেই আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের নতুন কোচ পাওয়া।

    ২০২৪ ও ২০২৫ মৌসুমের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশরাফুল। প্রথমবার রংপুর শিরোপা জিতলেও পরের বার হয়েছে রানার্সআপ। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। এতে অংশ নেবে আটটি বিভাগীয় দল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেপালে যেভাবে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ

    জেন–জি প্রজন্মের গণআন্দোলনের পর নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের মধ্য দিয়ে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল অন্তর্বর্তী...