More

    সূর্যোদয়ের সময় ফজর পড়লে নামাজ হবে?

    অবশ্যই পরুন

    আমরা জানি, সূর্যোদয়ের সময় ১০-১৫ মিনিট নামাজ পড়া যায় না। জানার বিষয় হল, তা সত্ত্বেও যদি কেউ এ সময় ফজরের নামাজ পড়ে ফেলে তাহলে কি এর দ্বারা তার ফরজ আদায় হয়ে যাবে? না তা পরে আবার পড়তে হবে? অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করার পর নামাজ অবস্থায় সূর্যোদয় হয়ে যায় তাহলে এ নামাজের কী হুকুম?

    উত্তর: সূর্যোদয়ের সময় নামাজ আদায় করা নিষেধ। এ সময় ফজরের ফরয নামাজ বা কোনো কাজা পড়াও সহিহ নয়। পড়লে তা আদায় হবে না। তাই পরে তা কাজা করে নিতে হবে।

    অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করার পর নামাজ অবস্থায় সূর্য উদিত হয়ে যায় তবে সেটিও পরবর্তীতে কাজা করে নিতে হবে।

    ফজরের সময় থাকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় শুরু হয়ে যাওয়ার পর সব নামাজের মতো ওই দিনের ফজরের নামাজ আদায় করাও নিষিদ্ধ হয়ে যায় এবং সূর্য পুরোপুরি উঠে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকে।

    ওলামায়ে কেরামের মতে এ সময়ের ব্যাপ্তি ১০ মিনিট। আবহাওয়া অফিস থেকে সূর্যোদয়ের যে সময় জানানো হয়, তার ১০ মিনিট পর পর্যন্ত নামাজ আদায় নিষিদ্ধ থাকে।

    সূত্র: বাদায়েউস সানায়ে ১/৩২৯; আলমাবসূত, সারাখসী ১/১৫০; খিযানাতুল আকমাল ১/১৪৪; ফাতাওয়া খানিয়া ১/৩৯; রদ্দুল মুহতার ১/৩৭৩

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...