আরিফ তৌহীদ:পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি- বরগুনার পাথরঘাটায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের ওপর হামলার ঘটনায় কৃষকদল নেতা মোঃ ইদ্রিস মুন্সীকে ২৫ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রূপদোন আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে এ রায় কার্যকর করা হয়।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক সালিশ বৈঠকে এ রায় ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘটনার সূত্রপাত হয় গত ৪ জুলাই। ওইদিন কৃষকদল নেতা ইদ্রিস মুন্সীর মা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের কাছে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়। চিকিৎসক অপারগতা জানালে ইদ্রিস ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে কৃষ্ণ হালদারের দুই হাত ভেঙে যায়।
ঘটনার পর এলাকাবাসী মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনার সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সালিশে হামলাকারী ইদ্রিস জনসমক্ষে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। শিক্ষক বিজয় কৃষ্ণ হালদারও তাকে ক্ষমা করে দেন। তবে পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, সালিশ ব্যবস্থা থাকলেও মামলার প্রক্রিয়া আইনগতভাবে চলমান রয়েছে।