More

    গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় এন.আই. সিকদার ফাউন্ডেশন আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৮টি উপজেলার ৫৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

    মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এন.আই. ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ আয়োজনের উদ্বোধন করেন এন.আই. শিকদার ফাউন্ডেশনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা ডা. মো. ইমাম শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

    বিশেষ অতিথি ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, সামদানিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল কাশেম সামদানী, এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মো. তাওহিদুল ইসলাম তানজিম ও জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মাহামুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো. ওবায়দুল্লাহ জামি।

    গ্রান্ড ফাইনালে বিচারক ছিলেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ওস্তাদ হাফেজ আবু জর গিফারী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ মোবারক বিচারক হিসেবে অংশ নেন। গত ০৭ আগস্ট রাঙ্গাবালী উপজেলায় অডিশনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।

    জেলার ৮টি উপজেলায় প্রায় ছয় শতাধিক প্রতিযোগির মধ্যে থেকে ৫৪ জন বাছাই করা হয়। ফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা পুরস্কার রয়েছে। এছাড়া চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রতিযোগিদের জন্য ৫,০০০ টাকা এবং ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    দীর্ঘ দেড়মাস পটুয়াখালীর বিভিন্ন উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার বাছাই পর্ব শেষে প্রতিযোগিরা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন পটুয়াখালীর সেরা তিলাওয়াতকারীগণ। তাদের সুরোললিত কণ্ঠে পবিত্র কুরআনের সুরের মূর্ছনায় মুখোরিত হয়েছে পুরো আয়োজন।

    আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনটি শুধু পটুয়াখালী জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে আয়োজনের চিন্তা ভাবনা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...