More

    টরকী বন্দরে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা হয়।

    অভিযান চলাকালে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় টরকী বন্দর মক্কা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দর তপন স্টোরকে ৭ হাজার টাকা এবং গৌতম কুন্ডু ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং গৌরনদী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

    উদ্ধার হওয়া ৫৬ কেজি নিষিদ্ধ পলিথিন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...