ঢাকা-বরিশাল মহাসড়কের গোরনদীর সাউধেরখাল নামক স্থানে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস খান(৪০) নামের এক বেকারি হকার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত কুদ্দুস খান উপজেলার বার্থী ইউনিয়নের উঃ বাউরগাতী গ্রামের ইংগুল খানের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ।।
