বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। ঘরের মাঠে ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় যথাক্রমে সকাল সাড়ে পাঁচটা এবং পাঁচটায় মাঠে গড়াবে।
ওই দুই ম্যাচের জন্য ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করেছেন। দুই জনকে বাদ দিয়ে ২৯ জনে দলটাকে নামিয়ে এনেছেন কোচ। বাদ পড়া দু’জন হলেন ফাকুন্দে মেডিনা ও অ্যাঞ্জেল কোরেইরা।
তবে ক্লদিও এচেভিরি, অ্যালান ভারেলা ও ব্রাজিলের লিগে খেলা ম্যানুয়েল লোপেজকে দলে রেখেছেন কাতার বিশ্বকাপ ও দুই কোপা আমেরিকা জয়ী কোচ। আছেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো এবং কোমোয় ধারে খেলা রিয়ালের তরুণ মিডফিল্ডার নিকো পাজ।
পালমেইরাসে ৪৬ ম্যাচে ১৭ গোল করেছেন ম্যানুয়েল লোপেজ। ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে এতো তাড়াতাড়ি দলে ডাকতে হবে ভাবেননি স্কালোনিও, ‘সত্যি বলতে, আমিও প্রত্যাশা করিনি যে তাকে দলে ডাকবো। তবে, জানতাম তাকে ডাকতে হবে। সেটা এই বছরেই হবে তা ভাবিনি।’
আর্জেন্টিনার ২৯ জনের দল: গোলরক্ষক: এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), জেরোনিমো রুল্লি (মার্সেই)।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নাহুয়েল মলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), লিওনার্দো বেলার্ডি (মার্সেই), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), মার্কোস আকুইনা (রিভার প্লেট), জুলিও সোলের (বোর্নামাউথ)।
মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালান ভারেলা (পোর্ত), লিওনার্দো পারদেস (বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (অ্যাতলেটিকো), নিকো পাজ (কোমো), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), লো চেলসো (রিয়াল বেটিস)।
ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি (লেভারকুসেন), মাস্তানতুনো (রিয়াল মাদ্রিদ), ভ্যালেনটিন কারবোনি (জেনোয়া), জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো), নিকো গঞ্জালেস (জুভেন্টাস), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।