ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধ-র্ষণের হু-মকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হে-নস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বু-লিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী ছাত্রদল শাখা।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামনে মোশাররফ হোসেনের সঞ্চলনায় বক্তব্য প্রদান করে তাহদিয়া রহমান রাকা, এম.ডি সিহাব ও জাহিদ সাকিন । এসময় তারা বলেন, ৭১ সালে যেমন জামাতের নেতাকর্মীদের সাথে শিবির একত্র হয়ে পাকবাহিনীদের সাথে বাঙালি মা বোনের উপর নির্যাতন, ধর্ষন করেছিল ঠিক তেমনই ভাবে ৫৪ বছর পরেও একই ধারাবাহিতায় নারীদের উপর নির্যাতন, বুলিংয়ের ধারা অব্যাহত রেখেছে ।
যার মধ্যদিয়ে প্রমাণিত হয় শিবিরের কাছে নারীরা কখনো নিরাপদ না। সমাবেশে নারী নেত্রী তাহদিয়া রহমান রাকা বলেন, আমি এখানে দাঁড়িয়ে যে নারীদের সুরক্ষার কথা বলছি ঠিক কিছু সময় পরেই আমাকে নিয়ে শিবিরের বট আইডি দিয়ে অপপ্রচার চালানো হবে। যার মধ্য দিয়ে আমরা ৭১এর দিকে ফিরে যাচ্ছি। আমরা এই শিবিরের অপপ্রচার সহ সাইবার বুলিং থেকে মুক্তি চাই।
এম.ডি সিহাব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতাকর্মী দ্বারা এখনো পর্যন্ত কোন নারী নির্যতনের শিখার হয়েছে কিনা আমার জানা নেই। আমাদের মুলমন্ত্র নারীদের স্বাধীনতা নিশ্চিত করা যার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। অপর দিকে জাহিদ সাকিন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চেয়েছিলাম কিন্তু শিবিরের জারদ সন্তানদের দ্বারা বার বার এই বাংলার নারীরা হেনস্তার শিখার হচ্ছে যা আমাদের জন্য লজ্জাকর।
আমরা ছাত্রদল নারীদের অধিকার আদায়ের জন্য অঙ্গিকার বদ্ধ। নারীদের পক্ষে ঢাল হয়ে দাড়াবে ছাত্রদল এমনকি নারীদের নামে অপপ্রচার ঠেকাতে জীবন বাজি রাখতে প্রস্তুত ছাত্রদলে নেতাকর্মীরা। সমাবেশে আরো উপস্থিত ছিল, ইনজাম শাওন, আরিফ হোসেন শান্ত, আশিক আহমেদ, রাফি শিকদার সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতাকর্মীরা।