More

    ঝালকাঠিতে ক্যাপ্টেন প্ল্যানেটের নামে ডিসিকে নিয়ে আওয়ামীলীগ নেতার বৃক্ষ রোপণ

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ নামে জেলা প্রশাসককে নিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে আওয়ামী নেতা শামসুল হক মনু। এ নিয়ে উঠেছে বিতর্ক। চব্বিশের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পৌর আওয়ামীগের সহ সভাপতি শামসুল হক মনু কিছুদিন গা-ঢাকা দিলেও সম্প্রতি তিনি এলাকায় আসা যাওয়া শুরু করেছে।

    ঝালকাঠি পৌর আওয়ামীগের এই নেতা বর্তমানে সামাজিক ভাবে টিকে থাকতে প্রশাসনের উপর ভর করেছে বলে এলাকায় গুনজন চলছে। গত ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে ঝালকাঠি কালেক্টরেট স্কুল কম্পাউন্ডে গাছের চারা রোপন এবং ঐ স্কুলের শিক্ষার্থীদেরকে চারা বিতরণ করার একটি সূক্ষ্ম পরিকল্পনা করেন আওয়ামীলীগদের মনু। যাতে জেলা প্রশাসকের সাথে তার সক্ষমতা তৈরি হয়।

    মনু তার নিজের দলীয় পরিচয় গোপন রাখায় জেলা প্রশাসক মনুর ফাঁদে পরেছেন বলেও শহরে আলোচনার সৃষ্টি হয়েছে। ক’দিন আগে আওয়ামীলীগদের এই নেতা পৌরসভার প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) কাওছার হোসেনকে নিজের বাগে আনতে পৌরসভার বিভিন্ন সড়কে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন। কারণ পরবর্তীতে কাওছার হোসেন মনুর পাতা ফাদের দিক এড়িয়ে গেছেন।

    পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সামসুল হক মনুর এবারের কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপণ ও বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

    তবে জানাগেছে প্রশাসনের কর্তাব্যক্তিরা পৌর আওয়ামীগের সহ সভাপতি শামসুল হক মনুর দলীয় পরিচয় জানতেননা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...